নির্বাচন কমিশন (ইসি) গঠন ও শক্তিশালীকরণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব নিয়ে বিএনপির প্রতিনিধি দল আজ বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তা গ্রহণ করেন রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব মাইনুর রহমান।
প্রস্তাব গ্রহণ করে মাইনুর রহমান বলেন, ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরলে সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আলোচনা শুরু করবেন। তবে কবে নাগাদ আলোচনা শুরু করবেন সে বিষয়ে নির্দিষ্ট তারিখ বলেননি।
বঙ্গভবন থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের এ সব তথ্য জানান বিএনপির প্রতিনিধি দলে থাকা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, খালেদা জিয়ার প্রস্তাবনার দুই কপি রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব মাইনুর রহমানের কাছে দিয়েছি। তিনি আন্তরিকতার সাথে প্রস্তাবনা গ্রহণ করেছেন। সহকারী সামরিক সচিব জানিয়েছেন ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবেন। তবে কবে নাগাদ আলোচনা শুরু করবেন সে বিষয়ে নির্দিষ্ট তারিখ বলা হয়নি।
রাষ্ট্রপতি দেশে ফিরলে যদি বিএনপিকে ডাকা হয় তাহলে কোন বিষয়টাতে বেশি গুরত্ব দেবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, যখন মতবিনিময় শুরু হবে তখন প্রস্তাবনার আলোকেই আলাপ আলোচনা শুরু করবো।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনে কার্যকরী উদ্যোগ নেবেন বলে আশা করছি।
এর আগে, বেলা ১১টায় বঙ্গভবনে পৌছার পর ১৬ মিনিট অপেক্ষা শেষে ভেতরে প্রবেশ করেন বিএনপির প্রতিনিধিরা।