শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাংলাদেশে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত : আইইডিসিআর

| প্রকাশিতঃ ৮ মার্চ ২০২০ | ৪:০৯ অপরাহ্ন


ঢাকা: এবার বাংলাদেশেও সনাক্ত করা হয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী। দেশে তিনজনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।

রোববার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, এদের মধ্যে একজন পুরুষ ও এক নারী একই পরিবারের।

তিনি বলেন, সম্প্রতি দুজন ইতালি প্রবাসী দেশে আসেন। তাদের একজনের মাধ্যমে পরিবারের নারী সদস্য আক্রান্ত হন।

তিনি আরও জানান, এই প্রবাসীরা কোথায় কোথায় গিয়েছেন, কাদের কাদের সঙ্গে মিশেছে তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে রোগটি শনাক্ত হওয়ার পর এই প্রথমবারের মতো বাংলাদেশে কোনো রোগী শনাক্ত হলেন।

ইতিমধ্যে বিশ্বের শতাধিক দেশে এ ভাইরাসের সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা।