ঢাকা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের মুখপাত্র ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এখনো অখ্যাত, নিষিদ্ধ কিছু নিউজ পোর্টালে (উড়ো খবর পরিবেশনকারী) আপত্তিকর ও নোংরা সংবাদ প্রচার করে তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন ধরে প্রকাশ্য-অপ্রকাশ্যে কখনো বা ফেইক আইডি খুলে অত্যন্ত কৌশলে দেশে এবং বিদেশের মাটিতে বসে ড. হাছান মাহমুদের চরিত্র হননের মাধ্যমে মহল বিশেষের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে একটি চক্র।
এ প্রসঙ্গে হাছান মাহমুদের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তথ্যভিত্তিক, যুক্তিনির্ভর, গঠনমূলক আলোচনা-বক্তৃতার মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে রাজনীতির মাঠে কাব্যময় বক্তৃতা আর যুক্তিতর্কে প্রতিপক্ষদের পরাস্ত করার মধ্য দিয়ে ইতোমধ্যই বিরোধী রাজনৈতিক শক্তির আতঙ্কে পরিণত হয়েছেন ড. হাছান মাহমুদ।
মেধাবী ও সুস্থ ধারার রাজনীতি চর্চার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশবিদ হিসেবে দেশে-বিদেশে তিনি যখন খ্যাতি লাভ করেছেন তখনই একটি মহল রাজনৈতিকভাবে পরাজিত শক্তির ইন্ধনে কুৎসা রটিয়ে, কল্পকাহিনী সাজিয়ে ড. হাছান মাহমুদকে নানাভাবে হেয়প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে ড. হাছান মাহমুদের প্রেস উইং থেকে দাবি করা হয়।
তাদেরকে এহেন নোংরামি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হাছান মাহমুদের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে নোংরামির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং নোংরা পোস্টের যাবতীয় স্ক্রিনশট সংগ্রহ করা হচ্ছে।
এরপর থেকে নোংরা সংবাদ পরিবেশন করলে এবং তা পোস্ট দেয়া থেকে সরে না এলে তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে জানানো হয় হাছান মাহমুদের পক্ষ থেকে।
এ ছাড়া এসব নোংরামি যারা শেয়ার কিংবা লাইক দিয়েছেন তারা যদি অবিলম্বে তা সরিয়ে না নেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ড. হাছান মাহমুদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ও নোংরা পোস্ট শেয়ার করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে কারাগারে আছেন। এই সংক্রান্ত মামলায় যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিনসহ ৫ জনকে আসামী করা হয়।