শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

করোনা সন্দেহে টিভি ক্যামেরাম্যান কোয়ারান্টাইনে

| প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২০ | ২:৪৪ অপরাহ্ন

প্রতীকী ছবি

ঢাকা : করোনা সন্দেহে ঢাকার এক টিভি ক্যামেরাম্যানকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক শাকিল আহমেদ এ সংক্রান্ত এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুর সোয়া দুইটার দিকে এই খবর জানিয়ে ফেসবুকে পোস্টটি দেন শাকিল আহমেদ। পোস্টে ওই ক্যামেরাম্যানের নাম উল্লেখ না করে তিনি লিখেন, করোনো সন্দেহে ১ জন টিভি ক্যামেরাম্যানকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ঢাকার একটি হোটেলে বিদেশি নাগরিকরা ছিলেন এমন এক অ্যাসাইনমেন্ট তিনি কাভার করেছিলেন বলে তিনি দাবি করেন।

এর ফলে সকল টিভি স্টেশনে এখন চূড়ান্ত স্বাস্থ্য সাবধানতা নেয়া প্রয়োজন জানিয়ে তিনি সকল ইউনিটে স্যান্ড স্যানিটাইজার রাখতে, এয়ারপোর্ট হাসপাতাল আশকোনায় দূর থেকে ছবি নিতে অনুরোধ করেন। এসব এলাকায় অবশ্যই মাস্ক পরতে এবং দূর থেকে সাক্ষাৎকার নিতেও সংশ্লিষ্টদের তিনি অনুরোধ জানান।