চট্টগ্রাম: কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফানের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবিত করার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে চবি ছাত্রলীগের একাংশ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বুদ্ধিজীবী চত্ত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, ‘দিয়াজ ইরফান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর পর চমেক হাসপাতাল থেকে দেওয়া তাঁর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়। অথচ দিয়াজের দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ বলেছে, তাঁর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘চমেক হাসপাতালের অধ্যক্ষ নিজে দিয়াজের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবিত করেছেন। হাসপাতালের নানা অনিয়ম আর দূর্নীতিতেও যুক্ত তিনি। আমরা তার অপসারন দাবি করছি।’
এদিকে মানববন্ধনে শেষে চমেক হাসপাতালের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এর কুশপুত্তলিকাও দাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল হক রুবেল, নুরুজ্জামান, আব্দুল হান্নান সাব্বির, মীর হোসেন মিরাস সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।