শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইউএসটিসি ছাত্রলীগের বিজয় র‌্যালি

| প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০১৬ | ১০:২৬ পূর্বাহ্ন

15592617_1351751471536361_2022847521_nচট্টগ্রাম: মহান বিজয় দিবসে ‘বিজয় র‌্যালি’ করেছে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (ইউএসটিসি) ছাত্রলীগ।

শুক্রবার মহানগর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ ইফতেখার শায়ানের নেতৃত্বে বিজয় র‍্যালিটি ইউএসটিসি ক্যাম্পাস হতে ওয়ারলেসস্ত বধ্যভূমি প্রদক্ষিণ করে আবার ইউএসটিসি ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- ইউএসটিসি ছাত্রলীগ নেতা নওশাদুর রহমান, ইয়াছিন কবীর রাতুল, শরীফ ইসলাম, ইমতিয়াজ উদ্দীন, রুপু বড়ুয়া, অাবরার জাহিন চৌধুরী, নকীব শিকদার নিশান, অাদিত্য দাশ, শাহ তারিফ তীর্থ, মোহাম্মদ ওমর, মোহাম্মদ ইমরান, রুবায়েত ফাহাদ, বাপ্পী, খায়রুল অামীন, রিশাদ, ফয়েজুল্লাহ, জোসেফ, জিসান, রিত্বিক বড়ুয়া, বিপ্লব, সৌরভ প্রমুখ