
বান্দরবান : একাত্তর টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি চবাথুই মারমা আর নেই। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে বান্দরবানের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি তিনি কিডনি রোগে ভুগছিলেন।
চবাথুই মারমা স্কুল শিক্ষকতা থেকেই সাংবাদিকতায় যুক্ত হন। সৎ, সজ্জন সদালাপী শিক্ষক-সংবাদকর্মী চবাথুই মারমা বান্দরবানের স্থানীয় ও জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন। তিনি দেশটিভি, ভোরের কাগজ ও বিডিনিউজ২৪.কম-এর বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ২০১২ সালের মার্চ মাসে একাত্তর টেলিভিশনে যোগ দেন।
একাত্তর টিভিতে যুক্ত হওয়ার শুরুর দিকে সক্রিয় থাকলেও পরবর্তীতে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে সাংবাদিকতায় খুব বেশি অবদান রাখতে পারেননি চবাথুই মারমা। অসুস্থ হয়ে অনেকটা ঘরবন্দির মতোই ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি একাত্তর টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি ছিলেন।
একুশে/এটি