শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সারাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ঘরে রাখতে আরও কঠোর হবে সরকার

| প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০২০ | ৮:৩৪ অপরাহ্ন

ঢাকা : করোনার ক্রমাবনতিশীল পরিস্থিতিতে বাংলাদেশের সকল এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা করেছে। একই সাথে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল)  আইন ২০০৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর কঠোর প্রয়োগের ঘোষণা দিয়ে এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্বাক্ষরে জারি করা এক আদেশে এই কথা জানানো হয়।

আদেশে আরো বলা হয, এখনো পর্য়ন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেক আবিষ্কার হয়নি বিশ্বের কোথাও। ফলে দ্রুত বিস্তার ঘটছে এই রোগের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই রোগের একমাত্র প্রতিষেধক হচ্ছে পরস্পর হতে পরস্পরকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা। জনসাধারণের একে অপরের সাথে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ সম্ভব নয়। তাই সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হলো।

জারি হওয়া আদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে অতি জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়ার পাশাপাশি এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সন্ধ্যা ৬টা হতে সকাল ৬টা পর্য়ন্ত কোনোভাবেই ঘরের বাইরে না যেতে সতর্ক করা হয়।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করা হয়।