
চবি প্রতিনিধি : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউন চলছে দেশে। এমন পরিস্থিতিতে ঘরবন্দি মানুষদের উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। দীর্ঘদিন ঘরবন্দী থাকায় বাড়ছে মানসিক চাপও। আর মানসিক চাপ সামলাতে না পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া কিংবা স্বাস্থ্যবিধির নিয়মগুলো পালন করতে সমস্যার সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এমন পরিস্থিতিতে মানসিক চাপ সামলাতে মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্যেগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগটির মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা ক্লিনিক্যাল সাইকোলজির ওপর ইন্টার্নশিপ করছেন তাদের মধ্য থেকে একটি দল কয়েকটি শিফটে বিভক্ত হয়ে শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবাটি দিচ্ছেন। নির্দিষ্ট কিছু মোবাইল নাম্বারে কল করে যে কেউ এই সেবা নিতে পারবেন।
বিভাগ সূত্রে জানা যায়, শনি-সোম-বুধবার এই তিনদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সেবা দিবেন সুরাইয়া মুকিত (মোবাইল নং- ০১৭৭০৬২৯৬৬৯)। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দিবেন শীলা দেব (মোবাইল নং- ০১৮৬২০৪৬৪৪০)। বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবা দিবেন মো. জাভেদ কায়সার (মোবাইল নং- ০১৮৭৯০৩৯৮৩৪)।
রবি-মঙ্গল-বৃহস্পতিবার এই তিন দিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সেবা দিবেন মুসলিমা আক্তার (মোবাইল নং- ০১৮৬০৭২৯৬৮০)। দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেবা দিবেন মোহাম্মদ সামির উদ্দীন (মোবাইল নং- ০১৬৪০৮৩৫৫৯৮)। বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবা দিবেন তাসনুভা ইসলাম (মোবাইল নং- ০১৫১৬১৭৭১৩৯)।
এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান আদনান বলেন, করোনাভাইরাসের কারণে সার্বক্ষণিক ঘরে অবস্থানের ফলে আমাদের পরিবারের অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের হতাশা, মানসিক চাপ ও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বর্তমান সময়ের এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের দ্বারা এই কাউন্সিলিং সেবাটি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার জন্য এই সেবা উম্মুক্ত থাকবে।