শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নিউইয়র্কে করোনা-বলি বাবা, আক্রান্ত মা, কী হবে দুই অবুঝ শিশুর?

| প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০২০ | ২:১৬ অপরাহ্ন

একুশে প্রতিবেদক : করোনা ভাইরাসের সাথে ১০দিন ধরে যুদ্ধ করে মারা যান যশোরের সন্তান নিউইয়র্ক প্রবাসী মির্জা বদরুল হুদা সোহাগ (৪৪)। নিউইয়র্ক এলমাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল স্ত্রী, দুই শিশুসন্তান রেখে মারা যান তিনি।

এর মধ্যেই আক্রান্ত হলেন মা। তিনিও এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে।

জানা যায়, গত ১৫ মার্চ থেকে সোহাগ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারান্টাইনে ছিলেন। ২২ মার্চ ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্ত্রী তাকে স্থানীয় এলমাস্ট হাসপাতালে ভর্তি করেন। সেদিন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন সোহাগ। ১০ দিন পর চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

অত্যন্ত বন্ধুপ্রতীম, পরোপকারী মানুষ হিসেবে দেশে-বিদেশে সবার কাছে প্রিয় ছিলেন সোহাগ। তিনি যশোর শহরের আরবপুর পাওয়ার হাউজ এলাকার সন্তান। ১৯৯১ সালে নতুন খয়েরতলা মাধ্যমিক স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

পরবর্তীতে ক্যান্টমেন্ট কলেজ থেকে হিসাব বিজ্ঞানে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৯৮ সালে তিনি আমেরিকায় চলে যান। সেখানে স্ত্রী, ৪ বছরের কন্যা ও দেড় বছরের শিশুপুত্র নিয়ে সুখী গৃহকোণ ছিল তাদের।

মির্জা হুদা সোহাগ নিউইয়র্ক থেকে প্রকাশিত একমাত্র দৈনিক বাংলা সংবাদ মাধ্যম “বিডিনিউজ.লাইভ -এর এডিটর ইন চিফ, এ ছাড়া তিনি আ্যড অ্যান্ড টেক নামে একটা সফটওয়্যার কোম্পানিরও কর্ণধার ছিলেন।

সর্বশেষ তথ্য মতে, যুক্তরাষ্ট্রে  করোনায় ১৭৫ জন বাংলাদেশি মারা গেছেন। সবগুলো মৃত্যুই কমবেশি ট্র্যাজিক গল্পে ভরা। এর মধ্যে দুই অবুঝ সন্তানকে রেখে চলে গেলেন বাবা। করোনার সাথে যুদ্ধ করছেন মা।

জানা যায়, দুইশিশু বর্তমানে তাদের এক পারিবারিক বন্ধুর কাছে আছে। তাদের প্রয়োজনে মা-র বেঁচে থাকা খুব জরুরি। মা’র দ্রুত সুস্থতার জন্য নিউইয়র্ক এর বাঙালি কমিউনিটি সবার কাছে দোয়া চেয়েছেন।