
মো. বেলাল উদ্দিন, বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭-৮ দিন যাবত তিনি জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।
রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে মেডিকেল কর্তৃপক্ষ তাকে করোনা ওয়ার্ডে পাঠিয়ে দেয়। পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি নিলে তিনি কাউকে কিছু না বলে হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে আসেন এবং সোমবার (২০ এপ্রিল) সকালে মারা যান।
খবর পেয়ে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বশিরুল ইসলাম, বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা ছুটে যান। তারা বাড়িটি লকডাউন করে পরিবারের সকল সদস্যদের করোনা টেস্ট করার নির্দেশ দেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, আমরা দুটি বাড়ি লকডাউন করে ২২ জনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছি। লকডাউনে থাকা ব্যক্তিদের খাবার-দাবারের কোনো সমস্যা হলে ইউপি চেয়ারম্যান অথবা বাঁশখালীর হটলাইন নাম্বারে ফোন দিতে বলা হয়েছে।