রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নিম্নমানের এন-৯৫ মাস্ক সরবরাহের ঘটনা তদন্তে কমিটি

| প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০২০ | ১:৩২ অপরাহ্ন


ঢাকা : এন-৯৫ ব্রান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ ব্রান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ তদন্তে রোববার কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মাস্ক সরবরাহকারী সিএমএসডিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাখ্যার প্রেক্ষিতে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সাঈদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ শাখার উপপরিচালক মো. আমিনুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (ক্রয় ও সংগ্রহ) হাসান মাহমুদ।