
একুশে প্রতিবেদক : এবার রাষ্ট্রপতি ভবনেও হানা দিলো করোনা। করোনা সংক্রমণ ধরা পড়েছে রাষ্ট্রপতি ভবনের পরিচ্ছন্নতাকর্মীর পুত্রবধূর শরীরে।
সোমবার রাষ্ট্রপতি ভবন চত্বরে থাকা ওই নারীর নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের ১২৫টি বাড়ির সদস্যদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তার মধ্যে ২৫টি বাড়ির সদস্যকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা যায়, পরিচ্ছন্নতাকর্মীর পুত্রবধূর মা কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন পরিবারের সব সদস্য।
অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পরই সাফাইকর্মীর পরিবারের সব সদস্যকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এলেও সাফাইকর্মীর পুত্রবধূর রিপোর্ট পজিটিভ আসে।
সূত্র : আনন্দবাজার