
পিকলু দত্ত, টেকনাফ : জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. টিটু চন্দ্র শীল ও ডা. প্রণয় রুদ্র করোনা সংক্রান্ত চিকিৎসাসেবায় নিজেদের উৎসর্গ করায় তাদের প্রতি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের প্যাডে পাঠানো শুভেচ্ছাবার্তায় জাতির এই দুঃসময়ে এই দুই চিকিৎসকসহ সংশ্লিষ্টদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
জেলা প্রশাসক শুভেচ্ছাবার্তায় লিখেন, যতটা সম্ভব নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে জয়ী না হওয়া পর্যন্ত আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ থেকে কক্সবাজারের মানুষের সেবায় নিয়োজিত থাকবো এটাই হোক আমাদের দৃপ্ত শপথ। শুভেচ্ছাবার্তায় জেলা প্রশাসক এসব চিকিৎসকদের সকল সহযোগিতা নিয়ে সবসময় পাশে থাকবেন বলে জানান।
প্রতিক্রিয়ায় ডা. টিটু চন্দ্র শীল বলেন, আজ মাননীয় জেলা প্রশাসক (কক্সবাজার) মহোদয়ের নিকট থেকে উপহার সামগ্রী ও প্রশংসাপত্র পেয়ে খুব ভালো লাগছে। এতে আমরা উৎসাহবোধ করছি। উপজেলা পর্যায়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে কোভিড-১৯ মোকাবেলায় দুরন্ত সৈনিক হিসেবে কাজ করে যাব এই প্রত্যয় ব্যক্ত করছি।- বলেন ডা. টিটু।
প্রসঙ্গত, রবিবার ১৯ (এপ্রিল) টেকনাফে প্রথম নারায়ণগঞ্জ ফেরত বাহারছড়ার মোঃ হোসেন নামের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়।পরের দিন সোমবার টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে একটি মেডিকেল টিম করোনা আক্রান্ত রোগীর পরিবারের ৩ স্ত্রী, ৮ সন্তান ও নাতি নাতনীসহ মোট ১৫ জনের নমুনা সংগ্রহ করে। সংগ্রহীত নমুনা কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা টেস্টের জন্য প্রেরণ করা হলে সকলের রিপোর্ট নেগেটিভ আসে।