
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী আছুর স্ত্রী জোসনা বেগম মারা গেছেন।
শুক্রবার রাত ৯ টায় নগরের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহে…রাজউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামিকাল সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছুর স্ত্রী জোসনা বেগমের মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকা্শ করেছেন।