রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

করোনা-আক্রান্তদের সেবায় নিয়োজিত ৩৬ জনকে সিভিল সার্জনের উপহার

| প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০২০ | ৫:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম : ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত ৩৬ জন বেসরকারী কর্মচারীদের মাঝে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ (উপ-পরিচালক) উপহার সামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, সোয়াবিন তেল, পিঁয়াজ, আলু, সেমাই, ছোলা, লবণ ও চিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পারসন ডা. মোঃ নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা. নাবিল চৌধুরী, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ. আবু তৈয়ব, জেলা স্টোর ইনচার্জ মো. জাহেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাপস রায় চৌধুরী ও সিভিল সার্জনের পি.এ মফিজুল আলম প্রমুখ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি