শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

করোনাকাল : রাঙ্গুনিয়ায় একদল তরুণের ’ইমার্জেন্সি বাইক সাপোর্ট’

| প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০২০ | ১১:৪২ অপরাহ্ন

মোয়াজ্জেম হোসেন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় করোনা পরিস্থিতিতে একদল তরুণ ’ইমার্জেন্সি বাইক সাপোর্ট’ নিয়ে নেমেছেন এক ব্যতিক্রমী সেবায়। তারা জরুরি রক্তদাতা পরিবহণ, রোগীদের জরুরি বাইকসেবা, সাধারণ মানুষের জরুরি সেবাসহ উপজেলা প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তাসেবাও স্বেচ্ছায় দিয়ে যাচ্ছেন তাদের ইমারজেন্সি বাইক সেবার মাধ্যমে।

তাদের ইমার্জেন্সি বাইক সেবার ১১ তম দিন পার হয়েছে রোববার (২৬ এপ্রিল)। এ পর্যন্ত ৮ যুবকের স্বেচ্ছায় ইমারজেন্সি বাইক সেবায় জরুরি রোগী, গর্ভবতী মহিলা, জরুরি রক্তদাতাকে হাসপাতালে নিয়ে যাওয়া, বিভিন্ন ব্যক্তি ও ওষুধের দোকানের জরুরি ওষুধ সরবরাহ এবং বিভিন্ন ব্যক্তিউদ্যোগে ত্রাণ সহায়তাসহ উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তাও তাদের এই ইমার্জেন্সি বাইক সেবার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এর আগে (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইমারজেন্সি বাইক সহায়তা সেবার স্বেচ্ছাসেবি সদস্য ইসমাঈল হোসেন একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে উপজেলার যে কোনো ব্যক্তি জরুরি মুহূর্তে বাইকসেবা নিতে ইসমাঈল হোসেন (০১৮৬৭২৯১০৩৩),আসিফ সিকদার (০১৮৪৬০৮৯৯৫০), মহি উদ্দিন ফাহিম (০১৮৮৩৮০২৫৮৫), মেহেদী মামুন (০১৮১৪৪৯৪৭৪৭), মিজানুর রহমান(০১৬১৯৯১৩৭৩৭), কাজী আনিস (০১৮১১৯৮৭৭৭৬), ইরফান মির্জা (০১৬৪৩৯৪৯৪৯৮), কাউসার আলমসহ (০১৬৪৫১৫৩৫০০) ৮ তরুণের  নাম ও নাম্বার প্রদান করেন।

এসব নাম্বারে ফোন করলে সাথে সাথে হাজির হচ্ছে সংশ্লিষ্ট সেবাদানকারী তরুণ। এরপর নিয়ে যাচ্ছে গন্তব্যে। ফিরতি পথেও দিচ্ছে বাইকসাপোর্ট। এভাবে মানুষের সেবাদানে দিনভর ব্যস্ত সময় কাটাচ্ছে এই ৮ তরুণ।

তাদের ব্যতিক্রমী এই সেবাদান প্রশংসিত হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনসহ স্থানীয়দের মাঝে।