বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

| প্রকাশিতঃ ২৮ ডিসেম্বর ২০১৬ | ১১:০৬ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নবনির্বাচিত সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কাউন্সিলের নেতৃবৃন্দ।

বিএমএ নেতৃবৃন্দ এ সময় ধানমন্ডি ৩২ নং রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ও বিএমএ সদ্য সাবেক মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, বিএসএমএমইউ উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ সহ-সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া ও ডা. জামালউদ্দিন খলিফা, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, বিএমএ যুগ্ম-মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলনসহ বিএমএ ও স্বাচিপের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।