শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ন্যাপ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের জানাজা সম্পন্ন

| প্রকাশিতঃ ১৩ মে ২০২০ | ৯:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম : বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদের একনিষ্ঠ সহচর, ন্যাপ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বাদ এশা ফিরিঙ্গি বাজারস্থ মজজিদে নামাজে জানাজা শেষে স্টেশন রোডস্থ চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাসভবনে আব্দুল হাকিম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী, রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহমেদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল হোসেন এক বিবৃতিতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি