
চট্টগ্রাম : ইন্ডিপেনডেন্ট টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার আহসান রিটনের করোনা-পজিটিভ এসেছে। শনিবার (১৬ মে) রাত ১০ টার দিকে নগর বিশেষ শাখার এক উপ পুলিশ পরিদর্শকের কাছে বিষয়টি শুনেছেন বলে রিটন একুশে পত্রিকাকে জানিয়েছেন।
এর আগে শুক্রবার (১৫ মে) সকালে জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন আহসান রিটন। এ প্রসঙ্গে রিটন একুশে পত্রিকাকে জানান, গেলো সপ্তাহে তার শরীরে একটু জ্বরের উপসর্গ ছিলো। তাই তিনি নিজ থেকে জেনারেল হাসপাতালে গিয়েছিলেন নমুনা পরীক্ষার জন্য। কিন্তু দীর্ঘলাইন এবং ভিড়বাট্টা থাকায় সেই যাত্রায় রিটন নমুনা না দিয়ে ফিরে আসেন। এরপর তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে। এরমধ্যে দু-একদিন কাজও করেছেন।
কিন্তু দুইদিন আগে তার শরীরে ফের জ্বরের উপসর্গ দেখা দেয়। রিটন বলেন, জ্বর একবার হলো। দুইদিন পর চলে গেলো। পরশুদিন আবার যখন জ্বর দেখা দিলো তখন গতকাল সকাল সকাল জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসি। একটু আগে এক পুলিশ সদস্য ফোন করে জানালেন আমার করোনা-পজিটিভ।
বর্তমানে অবশ্য রিটনের জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ নেই। করোনা পজিটিভ শোনার পরও মানসিকভাবে শক্ত ও সুস্থ আছেন তিনি। সংবাদটি পাওয়ার পরপর তিনি স্বজনদের থেকে আলাদা হয়ে বাসায় পৃথক একটি কক্ষে আইসোলেশনে চলে গেছেন বলে একুশে পত্রিকাকে জানিয়েছেন।
এদিকে সহকর্মী আহসান রিটনের জন্য দোয়া চেয়ে টেলিভিশনটির চট্টগ্রাম স্টেশন হেড অনুপম শীল জানিয়েছেন, ’আমাদের রিটন ভাই করোনা পজিটিভ এসেছে। উনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আপনারা অনুগ্রহ করে রিটন ভাইয়ের জন্য দোয়া করবেন।’
’উনি গত ১০ মে থেকেই ছুটিতে আছেন। আমরা অফিসের বাকিরাও টেস্ট করতে চাই। এতে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের দোয়া চাই।’- যোগ করেন অনুপম।