শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

| প্রকাশিতঃ ১৭ মে ২০১৬ | ১০:৪৩ পূর্বাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর খুলশী থানার নাসিরাবাদ প্রপার্টিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কায়সার (২৩), রিকু চন্দ্র দাশ (২২), কাউসার (২২) ও মামুন (২০)।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, জাকির হোসেন সড়কের নাসিরাবাদ প্রপার্টিজ এলাকায় ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সাত সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।