
ঢাকা : স্বাস্থ্যখাতে অনিয়ম ও ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২১জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
স্বাস্থ্য মহাপরিচালকের পদত্যাগের বিষয়ে স্বাস্থ্য বিভাগের সচিব মো. আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। আমাকে এই বিষয়ে তিনি কিছু জানাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রথমবারের মত দায়িত্ব শেষ হলেও নতুন করে আবার দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ডা. আবুল কালাম আজাদকে।
নতুন করে দায়িত্ব পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে স্বাস্থ্যখাতে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠে।
সবশেষে করোনা পরিস্থিতে এই অভিযোগ আরও তীব্র হতে থাকে। ফলে ব্যর্থতা এবং অপকর্মের দায় নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো তাকে।