রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

করোনা আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা সাজ্জাত করোনায় আক্রান্ত

| প্রকাশিতঃ ২২ জুলাই ২০২০ | ৭:৩২ অপরাহ্ন


চট্টগ্রাম: করোনা রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা মো. সাজ্জাত হোসেন।

বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা ধরা পড়ে।

গত চারদিন ধরে তার শরীরে জ্বর, গলাব্যথাসহ করোনার নানা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার দুপুরে নমুনা দেন সাজ্জাত। এরপর আজ সন্ধ্যায় তার করোনা-পজিটিভ রিপোর্ট আসে। গত তিনদিন ধরে নিজ আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন থাকলেও উন্নত চিকিৎসার জন্য আজ তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

যোগাযোগ করা হলে সাজ্জাত একুশে পত্রিকাকে বলেন, এখনো জ্বর ১০৩ ডিগ্রি। কিছুতেই জ্বর কমছে না। ১০৩ থেকে ১০৫ এর মধ্যে জ্বর উঠানামা করছে। অক্সিজেন সিচ্যুরেশনও ৮৯ থেকে ৯২’র মধ্যে উঠানামা করছে। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শে কিছুক্ষণের মধ্যে জেনারেল হাসপাতালে চলে যাচ্ছেন বলে জানালেন সাজ্জাত।

গত মার্চ মাসের শেষের দিকে সারাদেশে করোনা-সংক্রমণ ছড়িয়ে পড়ে। সে সময়ে করোনা আক্রান্ত রোগীরা কাঙ্খিত চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। আবার যারা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন তাদের কবর বা ধর্মীয় রীতি অনুযায়ী শেষ শ্রদ্ধা জানাতেও বাঁধা হয়ে দাড়ায় সমাজের মানুষ।

ঠিক সে সময়েই চট্টগ্রামের করোনা রোগীদের সেবায় প্রথম এগিয়ে আসেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, কয়েকজন শুভার্থী ও সাধারণ মানুষের সহায়তায় চট্টগ্রামে গড়ে তুলেন দেশের প্রথম ফিল্ড হাসপাতাল।

তার পথ ধরে আরও যারা করোনা রোগীর সেবায় আইসোলেশন সেন্টার গড়তে এগিয়ে আসেন প্রাক্তন ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন তাদের অন্যতম। শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও তারুণ্যশক্তিতে গড়ে তুলেন চট্টগ্রাম করোনা
আইসোলেশ্ন সেন্টার।