রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দেশে করোনায় আরও ১০ মৃত্যু

| প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২১ | ৪:৫১ অপরাহ্ন


ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩৯ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের হার।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় সংক্রমিত ১৬ জনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন রোগী শনাক্ত হন ৩১৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৭৪ শতাংশ।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা ও খুলনা বিভাগে তিনজন করে মারা গেছেন। চট্টগ্রামে দুজন এবং সিলেট ও রাজশাহীতে একজন করে মারা গেছেন। এ সময় বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কারও মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।