
ঢাকা : দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডব শেষে টিকাদান কার্যক্রম জোরালো হতেই করোনার দাপট কমতে শুরু করে। মহামারি শুরুর পর মৃত্যুশূন্য দুটি দিনও পার হয়েছে। এবার শনাক্তের হারও আশা দেখাচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার নেমেছে একের নিচে।
দেশে গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২২ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ করোনা শনাক্তের হার ছিল ০. ৮৭ শতাংশ।
গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) শনাক্তের হার ছিল ১.১৭ এবং বৃহস্পতিবার ছিল ১.০২।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার মৃত্যু হয় ২ জনের এবং বৃহস্পতিবার ৩ জনের।
শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৭ জন এবং শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭১ জনের।