
ঢাকা : কর্মমুখী শিক্ষায় মনোযোগ না দিলে উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শুক্রবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিডিবিও-সমকাল বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বায়োটেকনোলজির ওপর নির্ভর করবে ভবিষ্যৎ। মানবজাতির অস্তিত্ব নির্ভর করবে বায়োটেকনোলজির ওপর। তাই আমাদের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এ বিষয়গুলোর ওপরে বিশেষভাবে শিক্ষা নেওয়া, প্রশিক্ষণ নেওয়া এবং প্রায়োগিক বিষয়ে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ দেশের উন্নয়ন হবে না। বিজ্ঞান ভবন ও ল্যাব নির্মাণের সঙ্গে প্রায়োগিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থী পর্যায়ে ও শিক্ষক পর্যায়ে আমাদের বিশেষভাবে মানবসম্পদ তৈরিতে কাজ করতে হবে। আমাদের শিক্ষকদের মান বাড়াতে হবে, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে। কর্মমুখী শিক্ষায় গভীর মনোযোগ দিতে হবে। না হলে ২০৪১ সালে আমরা যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়ন হবে না।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজ বেগম অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।
অনুষ্ঠানে দেশের ১২টি অঞ্চলের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশগ্রহণ করে। এবারের উৎসবের স্লোগান ‘ইয়েরেভানে বাংলার জয়গান’। এ উৎসব থেকে নির্ধারিত চারজন প্রতিযোগী আর্মেনিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।