শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ১০ জুন ২০১৭ | ৯:৫৭ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই ইফতারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত অ্যার্টনী জেনারেল এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চীফ কো-অর্ডিনেটর এম.কে.রহমান।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম.কে.রহমান বলেন, রমজান সংযমের শিক্ষা দেয়। এ সংযমের মাসে আইনের ছাত্রদের সবচেয়ে বেশি সংযম থাকা উচিত। কারণ তারা দেশ ও জাতির ভবিষ্যত।

আইন বিভাগের শিক্ষার্থীরা সর্বত্র তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখে দরিদ্র ও বঞ্চিত বিচারপ্রার্থীদের সাহায্যে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবীণ এই আইনজীবি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া বলেন, বাংলাদেশে আইন বিভাগের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অবদান রাখার সুযোগ রয়েছে। আইনের ছাত্র-ছাত্রী একটি দেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম নিয়ামক। মেধা দিয়ে দুর্নীতি রুখে দেশের কল্যাণে কাজ করার সুযোগ আইনের ছাত্রদের অফুরন্ত।

অনুষ্ঠানের সভাপতি আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান দেওয়ান মোঃ আল-আমিন আইনের ছাত্রদের সুশাসন প্রতিষ্ঠার সৈনিক বলে মন্তব্য করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অবঃ) নিয়াজ মোহাম্মদ খান ও সহকারী অধ্যাপক এবং কম্পিউটার সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান সাদিক ইকবাল খান।

উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।