শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবির সাবেক শিক্ষক ফজলে হাসান আর নেই

| প্রকাশিতঃ ২৭ জুন ২০১৭ | ১০:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির সাবেক সভাপতি আহমেদ ফজলে হাসান চৌধুরী (৭৪) মারা গেছেন। মঙ্গলবার বিকালে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে নিজের বাসায় তিনি মারা যান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বলেন, ফজলে হাসান ডায়বেটিস এবং হৃদরোগে ভুগছিলেন। বিকাল ৫টার দিকে বাসায় হার্ট অ্যাটাক করলে আহমেদ ফজলে হাসানকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার মরহুমের জানাজার পর মিরসরাইয়ের চিনকি আস্তানায় নিজ গ্রামে দাফন করা হবে।

২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার আগে আহমেদ ফজলে হাসান শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ফজলে হাসান বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ও পরে সেখানেই শিক্ষকতা করেন। ফজলে হাসান স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।