
ঢাকা : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের সময় পিছিয়েছে।
কারিগরি ত্রুটির কারণে আজ ফল প্রকাশ সম্ভব না হওয়ায় আগামী সপ্তাহে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।
এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে শেষ অবধি ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাম গোপন রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, আজ ফল প্রকাশ করা হবে এমন খবর গণমাধ্যমে আসায় বেশকিছু চাকরিপ্রার্থীরা পদসংখ্যা বাড়ানোর দাবিতে প্রধান ফটকে অবস্থান নেয়। তাই কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে আজ ফল প্রকাশ না করার নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।