রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

| প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২২ | ৮:২৮ পূর্বাহ্ন


ঢাকা : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি এ সভা করেন স্থায়ী কমিটির ১০ সদস্য।

সভায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশারফ হোসেন, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিএনপির যে বিশেষ সংবাদ সম্মেলন করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় হোটেল লেকশোরে অনুষ্ঠেয় বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনের দিনক্ষণ পরে জানানো হবে।