শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ার আমির ভান্ডার দরবারের ওরশ আজ

| প্রকাশিতঃ ১৫ জানুয়ারী ২০২৩ | ৮:৪৭ পূর্বাহ্ন


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ আমিরুজ্জামান শাহ (ক.) এর ১৩৭তম ওরশ শরীফ আজ রোববার মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে আমির ভান্ডার দরবারে বসেছে লাখো ভক্তের মিলনমেলা। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্ত অনুরক্ত ও মুরিদরা ইতিমধ্যে আমির ভান্ডার দরবারে এসে জড়ো হয়েছেন। তাদের পদচারণায় মুখরিত আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণ।

আজ আমিরুল আউলিয়া দরবারের সব শাহজাদার দরবারেও একাধারে ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ শরীফ সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

ওরশ উপলক্ষে রোববার দিনের শুরুতে খতমে কোরআন, মিলাদ, বিকেলে কাওয়ালী, জিয়ারত, তবরুক বিতরণ ও সর্বশেষ আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি শেষ হবে।

জানা যায়, আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ আমিরুজ্জামান শাহ (ক:) পটিয়া পৌরসদরে ৯নং ওয়ার্ড গোবিন্দারখীল গ্রামের ধর্মপ্রাণ মহাপুরুষ হযরত মাওলানা চাঁদ (র.) এর সন্তান। তিনি তরিকায়ে মাইজভান্ডারীর প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম শাহ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক:) এর অন্যতম প্রধান খলিফা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ১৯২৭ সালে তিনি পরলোক গমন করলেও আজও লোকমুখে বেঁচে আছে তাঁর অসংখ্য কেরামতের কাহিনী।

আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক শাহ্জাদা ছৈয়দ আরিফুজ্জামান আমিরী জানান, পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ প্রতি বছরের ন্যায় এ বছরও আজ রোববার মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক লক্ষ ভক্ত অনুরক্তের সমাগম হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ওরশ শরীফ উদযাপনে সবার সহযোগিতা কামনা করছি।