রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নির্বাচনকালে সহায়ক সরকার থাকতে হবে: বিএনপি

| প্রকাশিতঃ ১৯ জুলাই ২০১৭ | ১১:০২ অপরাহ্ন

খুলনা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালে একটি সহায়ক সরকার থাকতে হবে। যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনকে সাহায্য করবে। আর নির্বাচনের আগেই সব রাজনৈতিক দলকে তাদের অধিকার দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে।

বুধবার দুপুরে খুলনা একটি অভিজাত হোটেলে খুলনা জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে ফখরুল বলেন, আওয়ামী লীগ ভালো কথা শোনে না। তাদের একটাই উদ্দেশ্য, জোর করে ক্ষমতায় টিকে থাকতে হবে। আর তাই আরেকটি সাজানো নির্বাচনের পাঁয়তারা তারা করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের কথায় তিনি একই সুর শুনতে পাচ্ছেন।সরকার যাতে আরেকটি সাজানো নির্বাচন’ করতে না পারে, সেজন্য আগামী সংসদ নির্বাচন ‘নির্দলীয় সহায়ক সরকারের অধীনে’ করতে ‘বাধ্য’ করার কথাও বলেছেন তিনি।

বুধবার খুলনায় দলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার যে রোডম্যাপ দিলেন, সেখানে সাংবাদিকদের সামনে অবলীলায় বললেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা, লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা- এটা এখন তাদের কাজ নয়।ফলে কী হয়েছে? আওয়ামী লীগের নেতারা যে কথাগুলো বলছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা যে কথাগুলো বলছেন, আজকে প্রধান নির্বাচন কমিশনারের মুখে সেই একই কথার প্রতিধ্বনি হচ্ছে।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৬ জুলাই ইসির রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা বলেন, তফসিল ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী ইসি কাজ করবে। তার আগে এখন সরকার কীভাবে পরিচালিত হবে, রাজনৈতিক কর্মপরিবেশ কীভাবে নিশ্চিত করা হবে তা কমিশনের এখতিয়ারে নেই।

ওই প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলের যে অধিকার, সেই অধিকার সম্পূর্ণভাবে পরিচালনা করতে দিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকার আরেকটি সাজানো নির্বাচনের পায়তারা করছে।

আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনে করতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে।বর্তমান সরকারের সমালোচনায় ফখরুল বলেন, এ সরকার জনগণের সাথে প্রতারণা, ছলচাতুরি করে অনৈতিকভাবে ক্ষমতায় রয়েছে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ ও বিদ্যুতের দাম বেড়েছে। কৃষকের সারের দাম বেড়েছে। অথচ তারা তাদের পণ্যের উৎপাদন মূল্যও পায় না।বাগেরহাটে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবন ‘ধংস হয়ে যাবে এবং খুলনা বিভাগ হুমকির মুখে পড়বে’ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।