রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ১

| প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৭ | ৫:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীতে একটি পাইপগান ও চারটি কার্তুজসহ আবুল বাশার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ইপিজেড থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল বাশার বরগুনার সোনাখালী গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

ইপিজেড থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পাইপগান ও চারটি কার্তুজসহ বাশারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।