রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রার্থীতা প্রত্যাহার করলেন মোহাম্মদ আলী

| প্রকাশিতঃ ২ অগাস্ট ২০১৭ | ৬:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী।

বুধবার (২ আগস্ট) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন ফরম প্রত্যাহার করেন নৌকা প্রতীকে চরলক্ষ্যা ইউনিয়নের পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী; বলেন, তৃণমূলের চাপে মনোয়ন ফরম নিলেও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ছৈয়দ আবু ছাঈদ এর সত্যতা নিশ্চিত করে একুশে পত্রিকাকে জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে আজ নগরীর লাভলেনস্থ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে হাজির চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী প্রার্থীতা প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর কর্ণফুলিতে এটি প্রথম ভোট।

নবগঠিত কর্ণফুলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭শত ৯৯। এরমধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯ এবং মহিলা ৫৪ হাজার ২০০। নতুন আইন অনুযায়ী দলীয় প্রতীকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্টিত হবে।

২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

চলতি বছরের ২৯ এপ্রিল কর্ণফুলী উপজেলা পরিষদের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।