রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সাত হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার

| প্রকাশিতঃ ৮ অগাস্ট ২০১৭ | ৬:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে পৃথক অভিযানে সাত হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ও মঙ্গলবার ভোরে এই দুটি অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. রিদুয়ান (২০) ও লায়লা বেগম (৪২)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোমবার রাতে বায়েজিদের নতুন পাড়া এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ রিদুয়ানকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সৈয়দ আকবর ড্রাইভার নামে এক ব্যক্তির নাম জানায় সে।

তিনি বলেন, রিদুয়ানকে নিয়ে চকবাজার থানার রসুলবাগ আবাসিক এলাকার সৈয়দ আকবরের বাসায় অভিযান চালিয়ে আরও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আকবরকে না পেয়ে ইয়াবা রাখার অপরাধে তার স্ত্রী লায়লা বেগমকে গ্রেফতার করা হয়েছে।