রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

গাড়ির ধাক্কায় রিকশাযাত্রী নিহত

| প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০১৭ | ১০:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গাড়ির ধাক্কায় এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে বহদ্দার পুকুর পাড় এলাকাইয় এ ঘটনা ঘটে।

নিহত হারুন (২০) কক্সবাজারের উখিয়ার উখিয়ারচর ইউনিয়নের আমীর হামজার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বহদ্দারহাট মোড়ে আসার পথে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি হারুনকে বহনকারী রিকশায় ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।