রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রোহিঙ্গা সংকট নিয়ে ভাষণ দেবেন সুচি

| প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৫০ অপরাহ্ন

ইয়াঙ্গুন: মিয়ানমার নেত্রী অং সান সুচি রোহিঙ্গা সংকট নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

গত তিন সপ্তাহ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর তীব্র দমন পীড়নের পর এ প্রথমবারের মতো এ বিষয়ে তিনি কথা বলতে যাচ্ছেন।

সরকারের মুখপাত্র জ হাতয় সাংবাদিকদের বলেন, তিনি জাতীয় পুনর্ঐক্য ও শান্তির জন্যে টেলিভিশনে ভাষণ দেবেন।
বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশ ফাঁড়িতে গত ২৫ আগস্ট দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ব্যাপক দমন পীড়ন শুরু করে। এতে প্রায় তিন লাখ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে যায়।

এদিকে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে রোহিঙ্গা নিপীড়নকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করেছে।