শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল রবিবার

| প্রকাশিতঃ ২২ জুন ২০২৪ | ১০:২১ পূর্বাহ্ন


ঢাকা : একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে রবিবার (২৩ জুন) রাত ৮টায়।

ইতোমধ্যে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র জানায়, প্রথম ধাপে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন।

দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ৩০ জুন। আর তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ১২ জুলাই।

সব ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ১৫ জুলাই শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত। ৩০ জুলাই থেকে ক্লাস শুরু হবে।