রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আমেরিকা খুব ভাল লাগে, বলতেন ৮ জনকে পিষে মারা সেফুল্লো

| প্রকাশিতঃ ২ নভেম্বর ২০১৭ | ১২:০৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : সেফুল্লো হাবিবুলেভিক সাইপভ। সাত বছর আগে আমেরিকায় পাড়ি দিয়েছিল সে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে উড়ে এসে ওহায়োতে থাকা শুরু করে। তার পরে কয়েকবার ঠিকানা বদল।

কিন্তু আমেরিকার যে প্রান্তেই যাক না কেন, দাগি আসামি হিসেবে কখনও পুলিশের কালো তালিকায় নাম ওঠেনি তার। দু’-এক বার কেবল ট্র্যাফিক আইন ভাঙার জন্য জরিমানা দিতে হয়েছে মাত্র। অথচ মঙ্গলবার বিকেলে (নিউইয়র্কের স্থানীয় সময়) ৮ জনকে পিষে মারার পরে মার্কিন সংবাদমাধ্যমে যখন তার নাম ছড়াতে শুরু করে, চমকে ওঠেন তার অনেক পরিচিতই। মেলাতে পারেননি ২০১০-এ সদ্য আমেরিকায় পা রাখা বাইশ বছরের এক তরুণের সঙ্গে ঘাতক সেফুল্লোকে।

ছ’মাস আগে নিউ জার্সির প্যাটারসনে উবার চালক হিসেবে যোগ দেয় সেফুল্লো। উবার কর্তৃপক্ষ জানাচ্ছে, তার অতীত তথ্যে তেমন কিছু ধোঁয়াশা ছিল না। সে সঙ্গেই তাঁদের ঘোষণা, এখন থেকে সেফুল্লোর সঙ্গে আর কোনও সম্পর্ক নেই উবারের। তদন্তে গোয়েন্দাদের সব ধরনের সাহায্য করবে উবার।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভও তদন্তে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

মাঝে এক সময়ে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে ট্রাক চালাত সেফুল্লো। ঘাতক হিসেবে সেফুল্লোর নাম দেখে চমকে উঠেছেন প্রতিবেশী কোবিলজন মাতকারভ। জানিয়েছেন, সেফুল্লোকে ভাল মানুষ হিসেবেই জানতেন। তাঁর কথায়, ‘‘আমেরিকাকে খুব পছন্দ করত। বারবার বলত, এখানে এসে ওর জীবনে সব কিছু ঠিকঠাক চলছে। ওকে কখনওই জঙ্গি বলে মনেই হয়নি। তবে গভীরে মিশিনি। তাই হয়তো আসল চেহারাটা চিনতে পারিনি।’’

আইএস জঙ্গী সেফুল্লো হাবিবুলেভিক সাইপভ মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে লোয়ার ম্যানহাটনের ওয়েস্ট স্ট্রিটে ‘সাইকেল পাথ’-এ (সাইকেল চলার পথ) ট্রাক দিয়ে পিষে দিয়েছে অন্তত আট জনকে। ঘটনাস্থলেই মারা যান ছ’জন। দু’জনের মৃত্যু হয় কিছু পরে। নিহত আট জনের মধ্যে পাঁচ জন আর্জেন্টিনার নাগরিক। আহত হয় আরও ১১ জন। ট্রাকচালক, ২৯ বছর বয়সি সেফুল্লো হাবিবুলেভিক সাইপভের পেটে গুলি মেরে তাকে কাবু করেন রায়ান ন্যাশ নামে এক পুলিশ অফিসার। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই চালক।