রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জাবেদের সততা নিয়ে কারো প্রশ্ন নেই : ওবায়দুল কাদের

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৭ | ৪:৩২ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল দাবি করে বলেছেন, ‘জাবেদ, তোমার সততা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলেনি।’

এসময় ওবায়দুল কাদের আগামী নির্বাচনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীকে বলবেন কিনা মঞ্চের সামনে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের কাছে জানতে চান। তখন ’জাবেদ’ ’জাবেদ’ স্লোগানে মুখর হয়ে উঠে স্কুল ময়দান।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সব কথা বলেন।

এসময় জাবেদের বাবা আখতারুজ্জামানের কথা স্মরণ করে সাধারণ সম্পাদক কাদের বলেন, একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় সম্পদ জনগণের ভালোবাসা। এজন্য বাবু ভাই চারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের দু:সময়ে তার অবদান ছিলো অনেক।

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মালেক ও হায়দার আলী রনির সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুলু আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, সাতকানিয়ার সাংসদ আবু রেজা নদভী, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছৈয়দ জামাল আহমদ, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।