রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আফগানিস্তানে ৯ জঙ্গি নিহত

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৭ | ৬:২৮ অপরাহ্ন

আফগানিস্তান: দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে আফগান সেনা বাহিনীর এক অভিযানে অন্তত নয় জঙ্গি নিহত ও আরো ১৩ জন আহত হয়েছে। সেনা বাহিনী সূত্র শনিবার সিনহুয়াকে একথা জানিয়েছে।

আফগান যৌথ বাহিনী ও ন্যাটো বাহিনী শুক্রবার রাতে গোলযোগপূর্ণ তালেবান ঘাঁটি এলাকা খান আবাদে অভিযান চালায়। এতে দু’জন কমান্ডারসহ নয় জঙ্গি নিহত এবং ১৩ জন নিহত হয়। ওই অঞ্চল ভিত্তিক স্থানীয় এক সেনা কর্মকর্তা একথা জানায়।

বেসরকারি বিভিন্ন সূত্রে জানা যায়, খান আবাদে রাতভর ওই অভিযানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়েছে।

প্রাদেশিক হাসপাতালের একজন চিকিৎসক মোহাম্মদ নাইম মঙ্গল বলেন, এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিককে শনিবার সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই খবরের ব্যাপারে তালিবান কোনো মন্তব্য করেনি।