রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ভারত-পাকিস্তানে হাজার হাজার স্কুল বন্ধ

| প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০১৭ | ১১:০৪ অপরাহ্ন

নয়াদিল্লী : ভারতের উত্তরাঞ্চলের একটি বড় অঞ্চল জুড়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো মারাত্মক বিষাক্ত ধোঁয়াশা অব্যাহত রয়েছে। এর ফলে কর্তৃপক্ষ স্কুলসমূহ বন্ধ করে দিয়েছে।

চিকিৎসকরা এই ঘটনাকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে ঘোষণা করেছে।

এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।

পাঞ্জাব সরকার জানিয়েছে, তারা রাজ্যের ২৫ হাজার স্কুলের সবগুলো বন্ধ করে দিয়েছে। দূষিত বাতাস উত্তর ভারত ও পাকিস্তানের কিছু অংশ ঢেকে রেখেছে।
দিল্লী কর্তৃপক্ষ রোববার পর্যন্ত ছয় হাজার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। এর একদিন পর পাঞ্জাব সরকারের ঘোষণাটি এলো।