সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখেরহাট হাইস্কুলের সভাপতি রুবেলকে সংবর্ধনা, জীর্ণদশা ঘোচানোর প্রত্যাশা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ মে ২০২৫ | ১:২৪ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আলাউদ্দিন রুবেলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামোর উন্নয়নসহ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নবনিযুক্ত সভাপতির কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন তারা।

রোববার (১৮ মে) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে মো. আলাউদ্দিন রুবেলকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাগত সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন রুবেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের সভাপতিত্বে এতে আরও অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাঈল হোসেন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম এবং বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের।

স্থানীয় বাসিন্দা মো. রাসেল বিদ্যালয়ের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, “দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ। একটিমাত্র ভবনে পাঠদান চলছে, প্রধান ফটকও অরক্ষিত, খেলার মাঠে পানি জমে থাকে এবং দেওয়ালের পলেস্তরা খসে পড়ছে। আমরা আশা করছি, আলাউদ্দিন রুবেল দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের এই চিত্র পাল্টে যাবে। অবকাঠামো উন্নয়ন, খেলাধুলার মনোরম পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে তিনি কাজ করবেন।”

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উত্তর জেলার আহ্বায়ক বাবু জিতেন্দ্র নারায়ণ নাটু বলেন, “তিনি (রুবেল) এই বিদ্যালয়ের সব সমস্যার কথা জানেন। আমাদের প্রত্যাশা, তার হাত ধরে বিদ্যালয়ের সব সমস্যার সমাধান হবে।”

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “এলাকাকে এগিয়ে নিতে হলে শিক্ষার হার বাড়াতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করার পাশাপাশি নানা সামাজিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।”

বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তাদের পরিপূর্ণ বিকাশে সহায়তা করতে হবে।”

পৌর যুবদলের সংগঠক তানভীর ফয়সাল বলেন, “মো. আলাউদ্দিন রুবেল একজন শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। আশা করি, সভাপতির দায়িত্ব পেয়ে তিনি বিদ্যালয়ের উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবেন।”

সাবেক শিক্ষার্থী আবু জাফর তুহিন বিদ্যালয়ে নিরাপদ পানি, স্যানিটেশন ও খেলার মাঠের উন্নয়নের দিকে নবনিযুক্ত সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

সংবর্ধনার জবাবে অ্যাডহক কমিটির সভাপতি মো. আলাউদ্দিন রুবেল বলেন, “আজ আমি স্থানীয়দের কথা শুনতে এসেছি। এ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। আমি সর্বাত্মক চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে এই বিদ্যালয়কে পুরো উপজেলা শুধু নয়, চট্টগ্রামেও একটি মডেল হিসেবে পরিচিত করাতে। এজন্য এলাকার মেধাবী শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আমার শৈশবের স্মৃতিবিজড়িত এই বিদ্যালয়কে সুন্দর ও সেরা করে তুলতে আমি বদ্ধপরিকর।”