চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও নৌকাবাইচ আগামী বছর থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একইসাথে, দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও আয়োজন নিয়ে একটি ‘সাংস্কৃতিক ক্যালেন্ডার’ তৈরির কথাও জানান তিনি।
সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব তথ্য জানান।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জব্বারের বলীখেলা একটি শতবর্ষী এবং চট্টগ্রামের ঐতিহ্য বহনকারী আয়োজন। আমরা বলীখেলা উদযাপন কমিটির সঙ্গে কথা বলেছি। আগামী বছর থেকে জব্বারের বলীখেলা আয়োজনের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে এবং এটি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে। একইভাবে নৌকাবাইচও এই ক্যালেন্ডারে যুক্ত হবে।” এসময় তিনি পহেলা বৈশাখে চট্টগ্রামে নৌকাবাইচ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কমিটিকে অনুরোধ করেন।
উপদেষ্টা আরও জানান, মন্ত্রণালয় দেশের বিভিন্ন এলাকার বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যগুলো সংরক্ষণে ও তা নিয়মিত চর্চার জন্য একটি ‘সাংস্কৃতিক ক্যালেন্ডার’ তৈরি করছে, যার মাধ্যমে সারা বছর ধরে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে মানুষকে যুক্ত রাখা যাবে।
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে একটি পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “জিয়া স্মৃতি জাদুঘরটি ১৬ বছর ধরে অবহেলিত ছিল। দায়িত্ব নেওয়ার পর আমরা এর বাজেট দ্বিগুণ করেছি। জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি এখানে সংরক্ষণ করা হবে। এটি একটি সময়সাপেক্ষ বিষয়, যার জন্য তার জীবনী নিয়ে গবেষণা এবং একজন উপযুক্ত কিউরেটর নিয়োগ প্রয়োজন।”
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে ফারুকীর ফেসবুক স্ট্যাটাস
সংবাদ সম্মেলনে সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে মোস্তফা সরয়ার ফারুকী সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে এর আগে সোমবার সকালেই (বেলা ১১টা ১২ মিনিটে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো।’
তিনি আরও লিখেন, ‘ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিলো। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা।’
সংবাদ সম্মেলনের আগে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।