সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লোহাগাড়ায় ‘পারিবারিক কলহে’ ট্রেনে ঝাঁপ দিয়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির আত্মহত্যা!

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মে ২০২৫ | ৭:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাদশা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের আধুনগর ইউনিয়নের রূপবানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদারপাড়া গ্রামের মৃত রজিউল্লাহর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে বাদশা মিয়া আত্মহত্যা করেছেন বলে তিনি শুনেছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আধুনগরের রূপবানপাড়া এলাকা অতিক্রম করার সময় বাদশা মিয়া হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় রেললাইনে পড়ে থাকে। এর আগে সকালে পথচারীরা বাদশা মিয়াকে থানার পেছনে রেললাইনের ওপর হাঁটতেও দেখেছিলেন বলে জানান।

নিহতের ছেলে জিসান বলেন, “পারিবারিক কলহের পর সকাল ৯টার দিকে বাবা জায়গা-জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রেললাইনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পেয়ে আমরা এসে বাবার পরিচয় শনাক্ত করি।” জিসান আরও জানান, তার বাবা প্রায় এক বছর আগেও একবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”