শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতকে

‘ঝুঁকিপূর্ণ’ ডাউকি ফল্টে, সতর্কবার্তা বিশেষজ্ঞদের
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৩:০৮ অপরাহ্ন


সপ্তাহের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে; এবার উৎপত্তিস্থল দেশের ভেতরেই, সিলেটের ছাতকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, আজকের ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে সিলেটের ছাতক এলাকায়।

ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থলটি বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‘ডাউকি ফল্ট’ (চ্যুতি) অঞ্চলে অবস্থিত।

তিনি বলেন, “আজ স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও এটি একটি সতর্কসংকেত দিচ্ছে। এই এলাকাটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।”

অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার আরও জানান, ১৮৯৭ সালে এই ডাউকি ফল্টেই ৮ দশমিক ২ মাত্রার ‘গ্রেট ইন্ডিয়া আর্থকোয়েক’ নামে পরিচিত ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। ওই ভূমিকম্পে আসাম ও মেঘালয়ের পাশাপাশি ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচজন নিহত হন।