বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে রেফারিজ ফুটবল: ৮ জেলাকে নিয়ে মাঠে গড়াবে ‘মেয়র কাপ’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫ | ১২:২২ পূর্বাহ্ন

Chittagong Jella Football Referee's Association
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এবং মেয়র ডা. শাহাদাৎ হোসেনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেয়র আন্তঃ জেলা রেফারিজ ফুটবল ২০২৫’।

আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে আটটি জেলার রেফারিদের দল অংশ নেবে।

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন।

বিবৃতিতে আলমগীর হোসেন ও আবদুল হান্নান মিরন জানান, টুর্নামেন্টে চট্টগ্রামসহ কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের দল অংশ নেবে।

তারা জানান, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাৎ হোসেনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য রেফারিদের মধ্যে সম্প্রীতি ও মেলবন্ধন তৈরি করা।