শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

আনোয়ারায় পল্লীবিদ্যুৎ এজিএমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা-হুমকির অভিযোগ, তদন্তের আশ্বাস

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০২৫ | ৭:৫৩ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শাহীন মাহমুদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে নতুন মিটার সংযোগে মনগড়া নিয়ম চালুরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড় এলাকায় মো. জাবেদ নামে এক গ্রাহকের সঙ্গে তার মারমুখী আচরণের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী মো. জাবেদ জানান, তিনি নিজের খরচে (৪ লাখ টাকা জামানত) মার্কেটের জন্য একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করান। সোমবার এজিএম শাহীন মাহমুদ ওই খুঁটি থেকে অন্য এক গ্রাহককে সংযোগ দিতে আসেন। জাবেদ তখন এজিএমকে অনুরোধ করেন, যেহেতু তিনি একা জামানত দিয়েছেন, তাই নতুন সংযোগ গ্রহীতাকে তার সঙ্গে খরচের বিষয়টি সমন্বয় (শেয়ার) করতে বলার জন্য।

জাবেদ অভিযোগ করেন, “এই কথা বলাতেই এজিএম শাহীন আমার ওপর ক্ষিপ্ত হয়ে যান এবং মারতে তেড়ে আসেন। আমাকে অশিক্ষিত-মূর্খ বলে গালিগালাজ করেন।” জাবেদের আরও অভিযোগ, অন্য একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ‘অনৈতিক সুবিধা’ নিয়ে এজিএম এই কাজটি করতে এসেছিলেন।

শুধু জাবেদই নন, এজিএম শাহীন মাহমুদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। গত ২৪ এপ্রিল তিনি বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় স্থানীয় গ্রাহকদের সঙ্গে বিতণ্ডার জেরে পুরো এলাকা ৩৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছিলেন বলে অভিযোগ, যা পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুনঃসংযোগ দেওয়া হয়।

এছাড়াও গ্রাহকরা অভিযোগ করেন, শাহীন মাহমুদ যোগদানের পর থেকে মিটার আবেদনের ক্ষেত্রে নিজের নামে অনলাইন পর্চা থাকা এবং বাবা-মা থেকে আলাদা সংসার করার মতো ‘মনগড়া’ নিয়ম চালু করেছেন, যা গ্রাহকদের ভোগান্তি বাড়িয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এজিএম শাহীন মাহমুদ বলেন, জাবেদের সঙ্গে সংযোগ স্থাপন নিয়ে ‘সামান্য কথাকাটাকাটি’ হয়েছে। হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “আমি সেনাবাহিনী এনে সংযোগ দেব, এটা বলেছি।” জাবেদের জামানত দেওয়ার বিষয়ে তিনি বলেন, কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বিষয়টি দেখবেন।

এসব অভিযোগের বিষয়ে আনোয়ারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোরশেদুল আলম এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরীকে জানানো হলে তারা উভয়েই বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।