রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘প্রতিষ্ঠিতদের গল্প আড়ালে কেন?’—সমবায় দিবসে ইউএনওর আক্ষেপ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৫ | ১০:১৭ অপরাহ্ন


“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমবায় সমিতির মাধ্যমে প্রতিষ্ঠিতদের সফলতার গল্প মিডিয়ায় আরও বেশি প্রচারের আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতেয়ার আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমবায়ের সাকসেস স্টোরি গুলা তেমন একটা মিডিয়াতে আসে না। সমবায় সমিতির মাধ্যমে যে সমস্ত কর্মসংস্থান হচ্ছে, ঋণ নিয়ে যারা প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে লাইম লাইনে আনা, তাদের সফলতার গল্পগুলো, সাকসেস স্টোরিগুলো প্রকাশ করা উচিত।’

এছাড়া আশে পাশের যেসমস্ত পুকুর বা জলাশয় অকেজো হয়ে পড়ে আছে, সেগুলো সমবায় সমিতির মাধ্যমে ব্যবহারের জন্য বন্দোবস্তের আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে আহসান হাবিব, টিপু কুমার নন্দী ও প্রদীপ কুমার বড়ুয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় পরিদর্শক মো. খালেদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংবাদকর্মী মো. বোরহান উদ্দিন এবং সমবায়ীদের পক্ষে মো. শওকত আলম ও বিশ্বজিৎ বড়ুয়া প্রমূখ।

অনুষ্ঠানে সমবায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ মৈত্রী সমবায় সমিতি লিঃ, আনন্দ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, হাটহাজারী ডেপলামেন্ড ও মাল্টিপারপাস, শান্তি কর্মজীবী সমবায় সমিতি কাটিরহাট, প্রভাতি সঞ্চয় ঋনদান সমবায় সমিতি এবং বৈশালী বুড্ডিস্ট কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।