
চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং পুনঃভর্তি করার অভিযোগে দুটি গোডাউন সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নে অভিযান চালিয়ে গোডাউন দুটির মালিক আলমগীর হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, এসব সিলিন্ডার জননিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে বারদোনা ও গারাঙ্গীয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, গোডাউন দুটি থেকে বসুন্ধরা এলপিজি ব্র্যান্ডের নামে নকল ও পুনঃভর্তি সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। নিম্নমানের গ্যাস ভর্তি করে প্রতারণার মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল এসব সিলিন্ডার।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “ব্র্যান্ডের নামে নকল এলপিজি বিক্রি শুধু প্রতারণাই নয়, এটি একটি বড় ধরনের ঝুঁকির বিষয়। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রমে কেউ ছাড় পাবে না।”
তিনি সাধারণ ব্যবসায়ীদের সতর্ক করে আরও বলেন, “অননুমোদিত বা নকল গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় আলমগীর হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব গোডাউনে ব্র্যান্ডের নামে নকল গ্যাস সিলিন্ডার বিক্রি চলছিল। প্রশাসনের এই অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।